লাইফস্টাইল

উইন্ডোজের নাম ‘Windows’ কেন হল?

আজ আমরা প্রায় সকলেই কম্পিউটার, ল্যাপটপ বা নোটবুক ব্যবহার করে থাকি। যা মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম (OS) দ্বারা নিয়ন্ত্রিত। মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের নাম উইন্ডোজ (Windows)। আর Window মানে যে জানালা সে আমরা সকলেই জানি। কিন্তু মাইক্রোসফট তাঁদের অপারেটিং সিস্টেমের নাম কেন Windows দিল? এই প্রশ্ন কি আপনাদের মনে এসেছে কখনও?

মাইক্রোসফটের শুরুর দিকের অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করতে হতো কমান্ড (Command) বা নির্দেশনা লিখে লিখে। ফাইল দেখতে কমান্ড লিখতে হতো। সময় জানতে চাইলেও কমান্ড লিখতে হতো। এখনকার মতো কেবল মাউসের ক্লিকে কাজ করা যেত না। ফলে ব্যাপারটা বেশ কষ্টসাধ্য ছিল সেসময়। অনেক পরে ১৯৮৫ সালে চিত্রভিত্তিক (Graphical user interface) অপারেটিং সিস্টেম বাজারে আনে মাইক্রোসফট। সেটির নাম ছিল উইন্ডোজ ১.০। পরবর্তী সময়ে এই নামেই তাদের অপারেটিং সিস্টেম বাজারে চলছে। বর্তমানে Windows 11 বাজারে পাওয়া যাচ্ছে।

মাইক্রোসফট তাঁদের বিপণন কৌশল এমন রেখেছে, যে তাঁদের সফটওয়ার বা অপারেটিং সিস্টেমের নাম হবে একটিমাত্র শব্দে। সেই শব্দ যতটা সাধারণ হয় ততই ভালো, তবে বর্ণনামূলক হতে হবে। এর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ মাইক্রোসফট ‘ওয়ার্ড’ বা ‘অফিস’ সফটওয়্যার। একাধিক উইন্ডোতে কাজ করার সুবিধা পাওয়া যায় বলেই ‘উইন্ডোজ’ নামটি বেছে নেয় মাইক্রোসফট।