আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

শীতের মাঝেই বঙ্গে বৃষ্টির আভাস?

বঙ্গে বেশ ঠান্ডা পড়তে শুরু করেছে। এরই মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি আরও সুস্পষ্ট হবে বলে মনে করছেন আবহবিদরা। যার জেরে ভারতীয় মৌসম বিভাগ রাজ্যে রাজ্যে সতর্কতা জারি করেছে।

একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ, প্রভাবে পারদ চড়বে রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তার প্রভাব পড়তে পারে সিকিম সংলগ্ন দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকা সান্দাকফু টুমলিং এর মত এলাকায়। ফলে বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে। মঙ্গলবার মেঘলা ও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর থাকা নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসছে বলে ধারণা আবহবিদদের। বুধবারের মধ্যে শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছানোর খুব সম্ভাবনা। ফলে তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত সহ অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, অসম, মণিপুর এবং নাগাল্যান্ডের মতো উত্তর-পূর্বাঞ্চলে ঘন কুয়াশা দেখা যাবে।