বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বাঁকড়া গ্রামের ঘটনা। জনৈক এক ব্যক্তির বাড়িতে হঠাৎই ঘরের মধ্যে বোমা বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক যুবকের। নাম আতাউর শেখ। এক যুবক সুজন গাজীর বোমায় হাত উড়ে গেছে বলে জানা গিয়েছে। আরো বেশ কয়েকজন গুরুতর জখম হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
খবর, ঘরের মধ্যে বোমা বাধার কাজ চলছিল। পাশাপাশি বেশ কিছু বোমার মশলা মজুত ছিল সেই ঘরে। হঠাৎ এই সময় বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। ক্ষতিগ্রস্ত বাড়িটিতে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।
জানা গিয়েছে, বোমায় জখম যুবক ঘটনাস্থল থেকে পালিয়েছে। গতকাল রাত সাতটা নাগাদ হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ বাকরা গ্রাম। কিছুদিন আগেই গ্রামের একটি পুকুরের ঘাট সংস্কার নিয়ে বিবাদে জড়িয়ে ছিল দুই ঠিকাদার সংস্থা তার জেরেই এই বোমা বাধার কাজ চলছিল। সেই বোমা বিস্ফোরণ ঘটে বিপত্তি।
আফসার গাজীর বাড়িতে বোমা বাধা হচ্ছিল। বাড়ির সবাই পলাতক। এলাকা ঘিরে রাখা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূলের আরুফা বিবির বাড়িতে এই ঘটনা ঘটে। তৃণমূল নেতা ইকবাল আহমেদ ওরফে মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।