বাংলাদেশ

সম্পত্তিতে হিন্দু মেয়েদের অধিকার নোটিশ

পদ্মাপারে ঐতিহাসিক আইনি নোটিশ জমা পড়ল আদালতে। স্বামী বা মা–বাবার সম্পত্তিতে হিন্দু ও বৌদ্ধ নারীদের সমান অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়নে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এমনকী মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও ধর্ম সচিবকে এই নোটিস পাঠানো হয়েছে বলে খবর।
সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা এই নোটিশ পাঠিয়ে বলেন, ‘‌সংবিধানের ২৭–২৮ অনুচ্ছেদে নারীদের সমান অধিকারের কথা বলা আছে। বাংলাদেশে কয়েকটি আন্তর্জাতিক কনভেনশনের অনুচ্ছেদগুলিতে এটি বাস্তবায়নের কথা আছে। তাই এই বিষয়ে আইন করতে নোটিশ দিয়েছি।’‌ এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া হিন্দু পরিবারগুলিতে।
উল্লেখ্য, আগে ঢাকা হাইকোর্ট এক রায়ে জানায়, এখন থেকে স্বামীর সকল সম্পত্তির ভাগ পাবেন বাংলাদেশের হিন্দু বিধবারা। ফলে ৮৩ বছর পর স্বামীর সম্পত্তিতে অধিকার ফিরে পেলেন বাংলাদেশের হিন্দু বিধবারা। এই রায় অনুযায়ী এখন থেকে স্বামীর কৃষি জমিরও অংশীদার হবেন হিন্দু বিধবারা। বাংলাদেশে হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী, যাঁরা মৃত ব্যক্তির শ্রাদ্ধে শাস্ত্রমতে পিণ্ডদান করতে পারেন তাঁরাই একমাত্র সম্পত্তির অধিকার পেতেন। হিন্দু আইনের সবচেয়ে কঠোর অংশ হল, কন্যা সন্তানদের মধ্যে সম্পত্তি বণ্টনের বিষয়টি। ১৯৩৭ সালে তৈরি এই আইন অনুযায়ী বাবার সম্পদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হত মেয়েদের। মৃত ব্যক্তির ছেলে থাকলে সম্পত্তির ভাগ পেতেন না তাঁর মেয়েরা। আর ছেলে না থাকলে অবিবাহিত ও পুত্রসন্তানের জন্ম দেওয়া মেয়েরাই একমাত্র সম্পত্তির অধিকার পেতেন। বঞ্চিত হতেন বন্ধ্যা, বিবাহিতা বা বিধবা এবং কন্যাসন্তানের জন্ম দেওয়া মেয়েরা। এবার এই নোটিশ বাস্তবায়িত হলে আর বঞ্চিত হবেন না হিন্দু নারীরা।