আন্তর্জাতিক

মুসলিম ফতোয়ায় বন্ধ হয়ে গেল হিন্দু মন্দির

পাকিস্তান আছে পাকিস্তানেই। তাই তো নতিস্বীকার করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। তাও আবার ইসলামিক সংগঠন জামিয়া আসরফিয়ার জারি করা ফতোয়ায়। সেই ফতোয়ার জেরে ইসলামাবাদের প্রথম শ্রীকৃষ্ণ মন্দির নির্মানের কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার। কারণ মুসলিম কট্টরপন্থীদের ফতোয়ায় ভয় পেয়ে পিছু হটলেন ইমরান। তাঁর সরকার এই মন্দির নির্মাণের জন্য ১০ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল। কিন্তু তা হচ্ছে না।
জানা গিয়েছে, ইসলামাবাদের এইচ–৯/২ সেক্টরে এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল। পাকিস্তানের মানবাধিকার বিষয়ক সংসদীয় সম্পাদক লাল চাঁদ মাহি গত সপ্তাহে মাটি খুঁড়ে মন্দির প্রতিষ্ঠার কাজের সূচনা করেছিলেন। কিন্তু জামিয়া আসরফিয়া নামের একটি ইসলামিক সংগঠন মন্দির প্রতিষ্ঠা নিয়ে প্রশ্ন তোলায় ভেস্তে গেল সব প্রক্রিয়া। এই সংগঠনের দাবি ছিল, পাকিস্তানে সংখ্যালঘুদের যে কটি ধর্মস্থান রয়েছে সেগুলি রক্ষণাবেক্ষণ করা যেতে পারে। কিন্তু নতুন করে আর কোনও মন্দিরের প্রতিষ্ঠা করা যাবে না। জনগণের করের টাকায় মন্দির নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছিল এই সংগঠন। তাতেই ভয় পেয়ে গেল ইমরানের সরকার।
লাল চাঁদ মাহি দাবি করেছিলেন, কোনও বাধা তারা আর মানবেন না। মন্দির প্রতিষ্ঠা হবেই। তবে চাপের মুখে তিনিও নতিস্বীকার করতে বাধ্য হলেন। পাকিস্তানের সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে, সংখ্যালঘুদের ধর্মীয় ভাবাবেগের মূল্য দেওয়া হবে। তবে আপাতত মন্দির নির্মানের কাজ বন্ধ রাখা হবে।