দেশ লিড নিউজ

নাথুরাম গডসের নামে লাইব্রেরি হিন্দু মহাসভার!

জাতির জনক–কে অপমান করা হয়েছে বলে তুমুল বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে–কে ঘৃণা করেন ভারতবাসী! সেখানে পুরো উলটো পথে হাঁটল কট্টর হিন্দুত্ববাদীরা। এখন নাথুরামের নামে দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতেও দেখা যায় তাদের। এবার কুখ্যাত ওই ব্যক্তির নামে এবার আস্ত একটা লাইব্রেরি খুলল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নামে একটি লাইব্রেরি খুলেছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। সংগঠনের প্রাক্তন সদস্য নাথুরামের নামে ওই লাইব্রেরিতে দেশভাগের কারণ সম্পর্কে লেখা বিভিন্ন বই রাখা হয়েছে। আজকের ভারতীয় যুবরা সেই সময়ের অনেক সত্যি ঘটনা জানতে পারবেন বলে দাবি করেছেন হিন্দু মহাসভার সদস্যরা।
এখানেই শেষ নয়। হিন্দু মহাসভার সহ–সভাপতি জয়বীর ভরদ্বাজ বলেন, ‘‌এই লাইব্রেরিতে থাকা বইয়ের সাহায্যে আজকের প্রজন্ম দেশভাগের কারণ জানার পাশাপাশি তৎকালীন রাজনৈতিক নেতাদের সম্পর্কেও অনেক তথ্য পাবে। পরিষ্কার বুঝতে পারবে যে দেশের স্বাধীনতার জন্য হিন্দু মহাসভার কতটা অবদান ছিল আর দেশভাগের জন্য কংগ্রেস কতটা দায়ী।’‌
এই লাইব্রেরিতে বিভিন্ন বইতে উল্লেখ রয়েছে, নেহরু–জিন্নাকে প্রধানমন্ত্রী পদে বসানোর জন্যই ভারতকে দু’‌খণ্ডে ভাগ করেছিল কংগ্রেস। আর হিন্দু মহাসভা বিরোধিতা করেছিল। সেই ঘটনাগুলি সামনে আনতেই গোয়ালিয়রের হিন্দু মহাসভা ভবনে নাথুরাম গডসের নামে লাইব্রেরি খোলা হয়েছে।