দেশ

ভারতে প্রথম, অরুণাচলে জীবনবিমা হল ইয়াকের

মানুষের জীবনবিমা তো আকছার হচ্ছে। কিন্তু তাবলে অবলা জীবের জীবনবিমা? গরু, মোষ বা গৃহপালিত পশুর জন্য বীমা হয়। কিন্তু অরুণাচল প্রদেশে এবার হিমালয়ান ইয়াকের (Himalayan Yak) জীবনবিমা হল। ভারতে প্রথম এই ধরণের উদ্যোগ। জাতীয় ইয়াক গবেষণা সংস্থা বা National Research Centre on Yak (NRCY) ভারতে প্রথমবার এই ধরনের উদ্যোগ নিল। অরুনাচল প্রদেশের পশ্চিম কামেঙ (West Kameng) জেলার ইয়াক পালকদের জন্য এই সংস্থা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। জানা যাচ্ছে এই বীমা পলিসি হবে ইয়াক পালকদের নামেই, তবে প্রতিটি ইয়াকের কানে নির্দিষ্ট ট্যাগ লাগানো থাকবে, যাতে বীমার যাবতীয় তথ্য থাকবে। এই বীমার আওতায় থাকছে আবহাওয়ার বিপর্যয় (weather calamities), বিভিন্ন রোগ, অস্ত্রোপচার সংক্রান্ত, পরিবহনের সময় ক্ষয়ক্ষতি এবং ধর্মঘট বা দাঙ্গায় মৃত্যু।

 

হিমালয়ান ইয়াক হল এক জাতীয় দীর্ঘ লোমওয়ালা গৃহপালিত গবাদি পশু যা ভারতীয় উপমহাদেশের হিমালয় অঞ্চল জুড়ে দেখা যায়। এছাড়া তিব্বতি মালভূমি, মায়ানমার এবং মঙ্গোলিয়া এবং সাইবেরিয়া পর্যন্ত উত্তরে পাওয়া যায় হিমালয়ান ইয়াক। এই প্রাণী খুব ঠান্ডা তাপমাত্রায় অভ্যস্ত এমনকি মাইনাস ৪০ ডিগ্রি অবধি তাপমাত্রায় বেঁচে থাকতে পারে। তবে তাপমাত্রা ১৩ ডিগ্রির উপরে চলে গেলে ইয়াক সহ্য করতে পারে না। ফলে এদের বীমার আওতায় আবহাওয়াজনিত বিপর্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

বর্তমানে ভারতে ইয়াকের সংখ্যা প্রায় ৫৮ হাজার। ভারতে সবচেয়ে বেশি ইয়াক পাওয়া যায় লাদাখে, এরপরেই জম্মু-কাশ্মীরে। অরুণাচল প্রদেশ, সিকিম রাজ্যেও প্রচুর ইয়াক পাওয়া যায়।