দেশ ব্রেকিং নিউজ

জল সংকট মেটাতে দিল্লিকে জল দেবে হিমাচলপ্রদেশ, নির্দেশ সুপ্রিম কোর্টের

এবার স্বস্তি পেতে চলেছে রাজধানী দিল্লি। জলসঙ্কট থেকে মুক্তি পেতে তিন রাজ্য থেকে বাড়তি জল চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আম আদমি পার্টির সরকার। অবশেষে বৃহস্পতিবার দিল্লি সরকারের পক্ষেই রায় দিল দেশের শীর্ষ আদালত। হিমাচল প্রদেশকে আগামীকাল থেকে প্রতিদিন দিল্লিকে ১৩৭ কিউসেক জল দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

পাশাপাশি হরিয়ানার ক্যানাল এলাকা দিয়ে যাতে জল ঠিক মতো দিল্লিতে পৌঁছয় সেটি সুনিশ্চিত করতে হবে হরিয়ানা সরকারকে। এই নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ১০ জুন।