হিমাচল প্রদেশের কিন্নরে ভয়াবহ ধস নামল। একটি যাত্রীবোঝাই বাসের মাথায় পাহাড় ভেঙে পড়েছে বলে খবর। বাসটিতে প্রায় ৪০ জনের কাছাকাছি যাত্রী ছিলেন। তাঁদের প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে। আরও বেশ কয়েকটি গাড়ি ভেঙে পড়া পাহাড়ের নীচে চাপা পড়ে রয়েছে বলেও খবর। ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী।
স্থানীয় সূত্রে খবর, বাসটি রাজ্য পরিবহণ দপ্তরের ছিল। সেটি হরিদ্বারের দিকে যাচ্ছিল। বেলা ১২টা নাগাদ শিমলা থেকে ১৬৩ কিলোমিটার দূরে কিন্নর জেলার ছাউরায় দুর্ঘটনাটি ঘটে। ধসের সময় চালক কোনও ভাবে ঝাঁপ দিয়ে বেরিয়ে আসেন। প্রাণে বেঁচে যান তিনি। পরে তাঁকে উদ্ধার করা হয়। ধসের ফলে সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে গিয়েছে ৫ নম্বর জাতীয় সড়ক। সাহায্যের জন্য আর্তনাদ করছেন বিভিন্ন গাড়িতে আটকে থাকা যাত্রীরা। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকার্য।
শিমলা থেকে ১৬৩ কিলোমিটার দূরে কিন্নর জেলার ছাউরায় দুর্ঘটনাটি ঘটে। হরিদ্বারের দিকে যাচ্ছিল ওই যাত্রীবোঝাই বাসটি। ধসের ফলে সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে গিয়েছে পাঁচ নম্বর জাতীয় সড়ক। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানান, দ্রুত গতিতে উদ্ধার কার্য চলছে। পুরোদমে কাজ করছেন সেনা ও উদ্ধারকারী দলের সদস্যরা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানান, দ্রুত গতিতে উদ্ধারকার্য চলছে। পুরোদমে কাজ করছেন সেনা ও উদ্ধারকারী দলের সদস্যরা।