কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত। ফের হিজাব বিতর্ক নিয়ে সরব হলেন বলিউডের ‘পাঙ্গা গার্ল’। এর আগে তিনি চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন, সাহস দেখাতে হলে আফগানিস্তানে বোরখা না পরে দেখান।
আসলে কঙ্গনার ‘বোরখা’ মন্তব্য নিয়ে পালটা প্রশ্ন করেছিলেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। তিনি বিদ্রূপ করে বলেন, কঙ্গনা কি ভারত ও আফগানিস্তানের মধ্যে পার্থক্যটাও বুঝতে পারেন না? এরপর সুর চড়িয়েছেন কঙ্গনা।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শাবানা আজমিকে কটাক্ষ করে কঙ্গনা বলেন, হিজাবের থেকেও বেশি জরুরি হল বই আর পড়ুয়াদের শিক্ষা। স্কুলে না ‘জয় মাতা দি’ লেখা ওড়না চলবে আর না বোরখা। কোনো রকম ধর্মীয় চিহ্নই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসা উচিত নয়।
কঙ্গনা স্পষ্ট ভাষায় বলেন, স্কুলে কোনো রকম ধর্মীয় চিহ্ন নিয়ে আসাই উচিত নয়। স্কুল থেকে সকলকে একটি ইউনিফর্ম দেওয়া হয়, সেটাই সকলের পরা উচিত। কারণ এই ইউনিফর্ম ধনী দরিদ্র, হিন্দু মুসলিম এর মধ্যে কোনো ভেদাভেদ করে না।
কঙ্গনার মতে, আসন্ন নির্বাচনের জন্য হিজাব নিয়ে এই গিমিক তৈরি করা হয়েছে। আর জন্য ভুগতে হচ্ছে আমজনতাকে। তিনি অভিযোগ করেন, কাশ্মীরে এক মেধাবী ছাত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এভাবে শুধু তাদের পড়াশোনারই ক্ষতি হচ্ছে না। যারা বলছেন যে মেয়েরা বোরখা না পরলে তাদের ধর্ষণ হয়, তারা মুসলিম মেয়েদের পাশাপাশি হিন্দু মেয়েদের জীবনও নষ্ট করে দিচ্ছেন।