The number of corona cases in the country on Saturday was 18000. But today the number of corona cases broke the record.In last 24 hrs total corona cases is almost 20000
দেশ ব্রেকিং নিউজ

রেকর্ড ব্রেক করল করোনা!‌

রেকর্ড ভাঙছে করোনাভাইরাস। শনিবার একদিনে আক্রান্তের সংখ্যা ১৮,০০০ ছাড়িয়েছিল। আর রবিবার সেই সংখ্যাটা চলে গেল ২০ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯,৯০৬ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,২৮,৪৫৯ জন। সারা বিশ্বে করোনা বিধ্বস্ত দেশগুলির মধ্যে ভারতের স্থান চতুর্থ। ভারতে এখন মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ২৮ হাজার ৮৫৯। এমনই খবর মিলেছে সংবাদ মাধ্যম সূত্রে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৯৫ জন।
কংগ্রেস নেতা তথা ওয়াইনারের সাংসদ রাহুল গান্ধী কেন্দ্রকে তীব্র আক্রমণ করে বলেন, ‘প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী করোনা সংক্রমণের কাছে আত্মসমর্পণ করেছেন। আর লড়াই করতে চাইছেন না।’‌ আর প্রধানমন্ত্রী বলেন, ‘‌চলতি বছরের গোড়ার দিকে অনেকে বলেছিলেন, এই ভাইরাস আমাদের দেশে মারাত্মক প্রভাব ফেলবে৷ কিন্তু লকডাউন, কেন্দ্রের নানা পদক্ষেপ এবং জনতার লড়াইয়ের ফলে অন্য দেশের তুলনায় ভারত অনেক ভাল জায়গায় আছে৷ সুস্থতার হার বেড়েই চলেছে৷ দেশের ৮৫ কোটি লোককে প্রায় ছুঁতেই পারেনি করোনা৷’‌
দেশে এখনও পর্যন্ত মোট ৮২ লক্ষ ২৭ হাজার ৮০২ জনের করোনা পরীক্ষা হয়েছে। শুধু শনিবারই ২ লক্ষ ৩১ হাজার ৯৫ জনের করোনা পরীক্ষা হয়েছে। দেশে করোনা পরীক্ষা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের মোট আক্রান্তের ৮৫ শতাংশই ৮টি রাজ্যে। এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে পরীক্ষার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিগোষ্ঠী৷