পদ্মাপারে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যাক শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। এই প্রথমবার একদিনে শনাক্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের। ফলে দেশে ৭০ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা। এই তথ্য দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪,৬৬৪ জনের। এখনও পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে চার লাখ ২৫ হাজার ৫৯৫টি। কোভিড–১৯ রোগী শনাক্তের হার ২১.৬২ শতাংশ। করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘করোনা চিকিৎসায় অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বাড়িতে অক্সিজেন সিলিন্ডার কিনে রাখছেন। অক্সিজেন থেরাপি কারিগরি বিষয়, নিজে নিজে দিতে গেলে অনেক ক্ষেত্রে এটি ক্ষতিকর হতে পারে।
মৃত ব্যক্তিদের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে দু’জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দু’জন। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন। ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২৮ জন মারা গিয়েছেন কোভিড–১৯ আক্রান্ত হয়ে। চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে দু’জন, সিলেটে দু’জন, রংপুর বিভাগে দু’জন মৃত্যুবরণ করেছেন।
