আজ, বুধবার দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে।
চলতি বছরে ১৬ ফেব্রুয়ারি শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ২৯ তারিখ শেষ হয়। দু’মাসের মাথাতে এবার রেজাল্ট প্রকাশ করতে চলেছে সংসদ। বুধবার দুপুর ১ টা নাগাদ সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানাবেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এর দু’ঘণ্টা পর দুপুর ৩টে থেকে অনলাইনে ফল দেখতে পাবে পড়ুয়ারা।www.wbchse.wb.gov.in, www.wbresults.nic.in এই দুই ওয়েবসাইটে ফলাফল জানা যাবে।
প্রসঙ্গত, ২০২৪ সালে ১৬ ফেব্রুয়ারি শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭,৯০,০০০। মোট পরীক্ষাকেন্দ্র ছিল ২,৩৪১টি।