ব্রেকিং নিউজ রাজ্য

বাতিল উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা

এবার পশ্চিমবঙ্গেও বাতিল হয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শুক্রবার এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২, ৬ ও ৮ জুলাইয়ের পরীক্ষা হচ্ছে না। তবে কীভাবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে তা পরে জানানো হবে বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। করোনা পরিস্থিতিতে শুরু থেকেই বিশ বাঁও জলে পড়ে ছিল উচ্চমাধ্যমিকের ভবিষ্যৎ। জুলাই মাসে সিবিএসই আর আইসিএসই’‌র পরীক্ষা বাতিল হয়েছে ইতিমধ্যেই। এবার সেই পথেই হাঁটল বাংলাও।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির জন্য উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা স্থগিত হয়েছিল। জুলাই মাসের প্রথম সপ্তাহে তিনটি পরীক্ষা হওয়ার কথা। কিন্তু কেন্দ্রের সুপারিশ মেনে সুপ্রিম কোর্ট সিবিএসই তাদের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করে। যদিও কীভাবে বাকি পরীক্ষাগুলির মূল্যায়ন হবে তা নিয়ে এখনও ধোঁয়াশাই রয়েছে। তাছাড়া জুলাই পর্যন্ত ট্রেনও চলবে না রাজ্যে। যাতায়াতের সমস্যার কারণে তাই জুলাইতেও পরীক্ষার সম্ভাবনা ক্ষীণই ছিল আগাগোড়া। এবার তা ঘোষিত হল।
রাজ্যের ক্ষেত্রে সেই মূল্যায়ণ বিধি নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে উচ্চশিক্ষা পর্ষদের বিশেষজ্ঞ কমিটি। তবে কারও যদি বিকল্প পদ্ধতি পছন্দ না হয়, তাহলে সে পরীক্ষা দিতে পারবে। তবে সেই পরীক্ষা হবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলে। কারণ রাজ্যের কাছে পড়ুয়াদের স্বাস্থ্য ও নিরাপত্তাই সবার আগে বলে জানান পার্থবাবু। তবে ৩১ জুলাইয়ের মধ্যে মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।