করোনার জেরে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা বাতিল করে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে সংসদ সভাপতি মহুয়া দাস জানান, পরীক্ষা ছাড়াই ছাত্রছাত্রীকে একাদশ শ্রেণিতে উত্তীর্ণ করে দিতে হবে। প্রথম তিন মাস উচ্চ মাধ্যমিকের সংক্ষিপ্ত সিলেবাসে একাদশ শ্রেণির অংশটুকুই পড়বে তারা।
সংসদ সূত্রে খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষাও হোম সেন্টার, অর্থাৎ নিজের স্কুলে বসেই দিতে পারবে ছাত্রছাত্রীরা। সূচি অপরিবর্তিত থাকবে। সকাল ১০টার পরিবর্তে উচ্চমাধ্যমিক শুরু হবে ১২টা থেকে। সহকারী প্রধান শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে সৌদীপ্ত দাস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মধ্যশিক্ষা পর্ষদকেও একই সিদ্ধান্ত নিতে অনুরোধ জানিয়েছেন।
এসটিইএ’র পক্ষ থেকে অনিমেষ হালদার বলেন, ‘দ্বাদশ শ্রেণিতে সারা বছর পরীক্ষা বা অন্য কোনও পরীক্ষা হয়নি। তাই উচ্চমাধ্যমিক নিতেই হত। যেহেতু একাদশ শ্রেণির পরীক্ষা নেই, তাই উচ্চমাধ্যমিক পরীক্ষা ১০টার পরিবর্তে ১২টা থেকে শুরু হলে দূরের শিক্ষকদের যাতায়াতে সুবিধাও হবে। তবে আরও কিছুদিন পরিস্থিতি খতিয়ে দেখে পরীক্ষা বাতিলের পক্ষেই সওয়াল করেছেন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির নেতা নবকুমার কর্মকার।’