ব্রেকিং নিউজ রাজ্য

উচ্চমাধ্যমিকের সূচি ফের বদল

ফের একবার উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার সূচি বদল করল রাজ্য সরকার। আগামী ২৯ জুন থেকে বাকি তিনটি পরীক্ষার কথা ঘোষণা করা হয়েছিল। তবে পরিবহণ এবং আনুষঙ্গিক সমস্যার কারণে পরীক্ষাগুলি ২ জুলাই থেকে শুরু হবে। আগামী ২৯ জুন কোনও পরীক্ষা হচ্ছে না। তার পরিবর্তে জুলাই মাসের ২, ৬ ও ৮ তারিখ বাকি পরীক্ষা নেওয়া হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার এই সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
কোন দিনে কী পরীক্ষা হবে তা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দেবে। শিক্ষামন্ত্রী জানান, ২৯ জুন কোনও পরীক্ষা হচ্ছে না। তার পরিবর্তে ২, ৬ এবং ৮ জুলাই বাকি পরীক্ষা হবে। তবে আগের মতোই শারীরিক দূরত্ব, মুখে মাস্ক, স্যানিটাইজার এবং যা যা দরকারি ব্যবস্থা সবই নেওয়া হবে। পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীকেও সচেতনতা বজায় রাখতে হবে।
উল্লেখ্য, স্কুল খুললেই শুরু হবে পরীক্ষা। পড়ুয়াদের সুরক্ষার এবং যাতায়াতের কথা মাথায় রেখে পরীক্ষা কেন্দ্র যতটা সম্ভব বাড়ির কাছাকাছি করার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দপ্তর। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার থেকে বড় বিষয় ছাত্রছাত্রী শিক্ষকদের সুস্থ রাখা। স্বাস্থ্যবিধি মানতে পরীক্ষা কেন্দ্র বাড়ানো হতে পারে। ওই তিনদিন ফিজিক্স, কেমেস্ট্রি, ইকোনমিক্স–সহ আরও বেশ কয়েকটি পরীক্ষা নেওয়া হবে। এছাড়া যে পরীক্ষাগুলি বাকি রয়েছে সেগুলি হল— ফিজিক্স, নিউট্রেশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক, ফ্রেঞ্চ, স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।