উচ্চ প্রাথমিকে শূন্যপদে নিয়োগ নিয়ে ফের তৈরি হল জট। এবার উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের সুপ্রিম কোর্টে।
গত মাসেই ১৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী, এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজীব ব্রহ্ম-সহ কয়েক জন চাকরিপ্রার্থী। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
গত ২৮ আগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, কমিশন যে সব প্রার্থীর নিয়োগ বাতিল করেছিল তাঁদের নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে। আগামী চার সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশন ফাইনাল লিস্ট প্রকাশ করলেই কাউন্সেলিং শুরু হবে বলেই জানানো হয়েছিল। সেইসঙ্গে ওইদিন হাইকোর্ট চূড়ান্ত মেধা তালিকায় ১৪০৫ জনকে অন্তর্ভুক্ত করার নির্দেশও দিয়েছিল। এরই মধ্যে ফের দায়ের হল মামলা।