এবার রাজ্যের উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের বছরে দুবার পরীক্ষা নিতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তেমনটাই পরিকল্পনা নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই আইসিএসই ও সিবিএসই বোর্ড বোর্ডের পরীক্ষা গুলি বছরে দু’ বার নিচ্ছে। অর্থাৎ সেমিস্টার-ওয়ান, সেমিস্টার-টু করে ছয় মাস অন্তর পরীক্ষা নেওয়া শুরু হয়েছে।
ইতিমধ্যেই রাজ্য সরকার স্কুল উচ্চ শিক্ষায় নিজস্ব শিক্ষানীতি তৈরি করার জন্য একটি কমিটি তৈরি করেছে। আগামী ৬ মে বৈঠকে সেই কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বৈঠকে গোটা বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের শিক্ষা নীতি নিয়ে তৈরি হওয়া কমিটির বৈঠকে মূলত কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি এবং রাজ্যের ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে যে বিষয়গুলি প্রয়োজন হবে তা নিয়েই মূলত আলোচনা হবে। সে ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার যথেষ্ট তাৎপর্য রয়েছে বলেই মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি হয়ে যাওয়া উচ্চমাধ্যমিকের পরীক্ষাতেই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নিতে চেয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু সময়ের অভাবে কার্যত তা সম্ভব হয়নি। কিন্তু এবার আগে থেকেই গোটা বিষয়টি নিয়ে এগোতে চাইছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেমিস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে গেলে সিলেবাস সংশোধন বা সিলেবাস বিভাজনের প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের আগেই জানাতে হবে সেমিস্টার ওয়ান, সেমিস্টার টু কি ধরনের সিলেবাসের উপরে পরীক্ষা হবে। সে কারণেই আগামী বছরের প্রস্তুতি নেওয়ার প্রক্রিয়া আগে থেকেই শুরু করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।