দেশ ব্রেকিং নিউজ

সাউথ ব্লকে বৈঠকে সেনাকর্তারা

লাদাখ সীমান্তে গুলি চালায়নি ভারতীয় সেনাবাহিনী। বরং চিনই শূন্যে গুলি চালিয়েছে। এবার চিনের দাবি উড়িয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল সেনাবাহিনী। এই পরিস্থিতিতে প্যাংগং লেকের দক্ষিণে চিন এলএসি পার করার যে চেষ্টা করে তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে জানিয়েছেন সেনাপ্রধান এমএম নারাভানে। লাদাখের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তারপরই মঙ্গলবার দুপুরে হাইভোল্টেজ বৈঠকে বসেছে নয়াদিল্লি।
এই বৈঠকের পরই ঠিক হবে চিনের সঙ্গে ভারত কেমন ব্যবহার করবে। ঠিক হবে চিনের ক্ষেত্রে এবার কোন স্ট্র‌্যাটেজি নেওয়া হবে। কারণ গত ১৫ জুন গলওয়ানে দুই দেশের সেনার সংঘর্ষে ২০ ভারতীয় সেনা শহিদ হন। তখন গুলি চলেনি। ২৯ আগস্ট এলএসি পার করার চেষ্টা করে লালফৌজ। তখনও গুলি চলেনি। তাই চিনের ওই দাবিকে পাত্তা না দিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতে ব্যস্ত ভারতও।
নয়াদিল্লির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, বারবার আগ্রাসী মনোভাব দেখিয়ে চুক্তিভঙ্গ করছে বেজিং। ভারতীয় জওয়ানরা সীমান্তে প্রবল সংযম দেখিয়েছেন এবং দায়িত্বশীল ও পরিণত আচরণ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর নিয়ন্ত্রণরেখা বরাবর আমাদের অবস্থানের কাছাকাছি আসার চেষ্টা করে পিএলএ। আমাদের বাহিনীর কাছে বাধা পেয়ে ভয় দেখানোর জন্য শূন্যে গুলি ছোঁড়ে তারা।
সূত্রের খবর, আজ সাউথ ব্লকে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন সিডিএস বিপিন রাওয়াত, তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষা সচিব এবং প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ আমলারা। গোটা বিষয়টি জানানা হয়েছে প্রধানমন্ত্রীকেও। ভারতীয় সেনাবাহিনীর দাবি, ভারতীয় সেনা শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায়ও তারা দায়বদ্ধ। ইতিমধ্যেই সীমান্তে সুখোই–৩০, মিরাজ ২০০০, জাগুয়ার–সহ একাধিক যুদ্ধ বিমান মোতায়েন করেছে ভারত।