বাংলাদেশ

হাইটেক পার্কে জায়গা বরাদ্দ শুরু

বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশ যেন ফুলে–ফলে–শিল্পে ভরে ওঠে। এবার সেটাই হল। আর এটাই সঠিক সম্মান জানানো হল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে উদ্যোক্তাদের মধ্যে জায়গা বরাদ্দ শুরু হল। শুক্রবার সকালে এই হাইটেক পার্কের শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারে আনুষ্ঠানিকভাবে আটটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে জায়গার বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
সিটি কর্পোরেশন সূত্রে খবর, গত ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ৭২ হাজার বর্গফুটবিশিষ্ট এই ভবনে উদ্যোক্তাদের জন্য বিনামূল্যে জায়গা রাখা হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে আটটি প্রতিষ্ঠানের মধ্যে বরাদ্দপত্র দেওয়া হলো। শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে তরুণ–তরুণীরা নিজের পায়ে দাঁড়াতে পারবে, এখানে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘‌রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী মেডিকেল, রাজশাহী কলেজ–সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলের জন্য একটি হাইটেক পার্ক প্রতিষ্ঠার কথা বলেছিলেন। এবার রাজশাহীবাসীর স্বপ্ন অনেকটাই পূরণ করেছেন।’‌ পদ্মাপাড়ে মনোরম পরিবেশে ৩১ একর জমির ওপর প্রায় ২৮৮ কোটি টাকা ব্যয়ে এই হাইটেক পার্ক গড়ে তোলা হয়েছে। নির্মাণকাজ পুরোপুরি শেষ হলে এখানে প্রায় ১৪ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।