করোনা আবহে মাধ্যমিক–উচ্চমাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য। মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে আগস্ট মাসে। জুলাই মাসের শেষ সপ্তাহে নেওয়া হবে উচ্চমাধ্যমিক। আজ নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি বিবেচনা করে শুধুমাত্র আবশ্যিক বিষয়গুলির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমছে পরীক্ষার সময়ও। তিনি জানালেন, কোভিড বিধি মেনে আবশ্যিক বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে। বাকি বিষয়গুলির মূল্যায়ন হবে বিদ্যালয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। ৩ ঘণ্টার পরিবর্তে পরীক্ষা হবে দেড় ঘণ্টায়।
ঘূর্ণিঝড় নিয়ে তিনি এখন ব্যস্ত। তার মধ্যেই করোনা চোখ রাঙাচ্ছে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জুলাই মাসের শেষ সপ্তাহে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পড়ুয়ারা যাতে সর্বভারতীয় ও আন্তর্জাতিক পরীক্ষায় অংশ নিতে পারেন, সেজন্য উচ্চমাধ্যমিক আগে হচ্ছে।; উচ্চমাধ্যমিক সাড়ে ৮ লক্ষের কিছু বেশি পরীক্ষার্থী দেবে।
আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানান মমতা। তাঁর কথায়, ‘১২ লক্ষের বেশি পরীক্ষার্থী আছে। আবশ্যিক বিষয়টি ৭টি। সেই বিষয়গুলির উপরে পরীক্ষা হবে। অতিরিক্ত বিষয় ৩৮ থেকে ৫৮টি। বিদ্যালয়ের নম্বরের ভিত্তিতেই সেগুলির মূল্যায়ন হবে। স্বাস্থ্যবিধি মেনে নিজ বিদ্যালয়ে বা নিকটবর্তী বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে। ৩ ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টার পরীক্ষা।’