কলকাতা ব্রেকিং নিউজ রাজ্য

গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল বিপর্যয়: তিন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড মেয়র ফিরহাদ হাকিমের

গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল বিপর্যয়ের ঘটনার ২১ দিন পর ৩ ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করলেন মেয়র ফিরহাদ হাকিম। শনিবারই জমা পড়ে গার্ডেনরিচকাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী, মেয়রের নির্দেশে কলকাতা পুরসভার কমিশনার ১৫ নম্বর বরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার -তিন জনকে সাসপেন্ড করলেন।

কলকাতা পুরসভার সূত্রের খবর, ওই তিনজন আধিকারিকের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ এসেছিল। বিষয়টি নিয়ে প্রথম থেকেই অস্বস্তিতে ছিল পুর প্রশাসন। এরপরই তদন্ত কমিটির রিপোর্ট হাতে আসার পর এ ব্যাপারে অর্ডার জারি হয়।

যে রিপোর্ট জমা পড়েছে তাতে জানা গিয়েছে, রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট ঠিক ছিল না। সঙ্গে রাফট ফুটিং অর্থাৎ বিন্দুমাত্র কংক্রিটের অস্তিত্ব পাওয়া যায়নি বাড়িটির ভিতে। এছাড়াও নির্মাণ কাজের ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলে ওই রিপোর্টে উঠে এসেছে। কোনওরকম স্ট্রাকচারাল ডিজাইন ছাড়াই ওই বহুতলটি নির্মাণ করা হয়েছিল। ২১দিন পর পৌরসভার তরফে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তাদের রিপোর্টেও ধরা পড়ল ইঞ্জিনিয়রদেরই গাফিলতি।