এসএসসি গ্রুপ ডি নিয়োগে নিয়মভঙ্গের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসি গ্রুপ-ডি মামলায় সিবিআই তদন্তের ওপর ৩ সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল। এই স্থগিতাদেশ দিলেন বিচারপতি হরিশ টন্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত। কমিশন ও পর্ষদকে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য রেজিস্টার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৯ নভেম্বর, সোমবার ফের এই মামলার পরবর্তী শুনানি হবে।
উল্লেখ্য, ২০১৬ সালে গ্রুপ ডি কর্মী হিসাবে প্রায় ১৩ হাজার নিয়োগের সুপারিশ করে রাজ্য। সেই মতো পর্যায়ক্রমে পরীক্ষা ও ইন্টারভিউ নেয় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তারপর ২০১৯ সালে ওই প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও নিয়মের পরোয়া না করে প্রচুর নিয়োগ করেছে কমিশন। ২৫ জনের নিয়োগের সুপারিশ সংক্রান্ত তথ্য তুলে ধরে মামলা করা হয় হাই কোর্টে।
এরপর ওই ২৫ জনের নিয়োগের সুপারিশের নথি-সহ কমিশনের সচিবকে আদালতে হাজির হতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই অনুযায়ী এসএসসি সচিব হলফনামা জমা দেন। হলফনামা দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। মধ্যশিক্ষা পর্ষদকেও মামলায় যুক্ত করার নির্দেশ দেন। ফের হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়। তাতেও সন্তুষ্ট না হয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৩ সপ্তাহের স্থগিতাদেশের নির্দেশ দেয়। ডিভিশন বেঞ্চের এই রায়ে সাময়িকভাবে স্বস্তিতে রাজ্য সরকার।