শীতলকুচির ঘটনায় সিআইডি তদন্তের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। শীতলকুচির গুলি চালানোর ঘটনায় ক্ষতিপূরণ ও তদন্তের গতিপ্রকৃতি জানতে চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। এই ঘটনায় দুটি এফআইআর হয়েছে। একটি সিআইএসএফ ও একটি তৃণমূল এফআইআর করেছে। তদন্ত রিপোর্ট কি বলছে, তা ৫ মে রিপোর্টে জানাতে হবে বলে আদালত স্পষ্ট করেছে। শুক্রবার এই জনস্বার্থ মামলার শুনানিতে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
শীতলকুচির ঘটনার দোষীদের শাস্তির আর্জি জানিয়ে গত সোমবার হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এক আইনজীবী সেই জনস্বার্থ মামলা দায়ের করেন। শীতলকুচির ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং তদন্তের আবেদন জানান ওই আইনজীবী। তিনি জানান, কেন্দ্রীয় বাহিনীর যে কোম্পানিকে নির্বাচন কমিশন সেখানে মোতায়েন করেছিল, সেই কোম্পানিকে বকেয়া নির্বাচনী প্রক্রিয়া থেকে যাতে বিরত রাখা হয়।
সূত্রের খবর, মাথাভাঙা থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত কোন দিকে এগোচ্ছে, কী তার স্ট্যাটাস রিপোর্ট, সেসব জানতে চাইল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই ঘটনায় তৃণমূল ও সিআইএসএফের তরফে মাথাভাঙা থানায় দুটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছিল। এরপরই সিআইডি’কে তদন্তভার দিয়ে সংস্থার কাছ থেকে উচ্চ আদালত বিস্তারিত রিপোর্ট চেয়েছে বলে খবর। ক্ষতিপূরণের ব্যাপারে আদালত কমিশনের আইনজীবী এদিন স্পষ্ট করে দেন, এই ঘটনায় নিহতদের পরিবারকে তারা ক্ষতিপূরণ দিতে রাজি, তবে তা কোন রাজনৈতিক দলের হাত দিয়ে নয়, জেলাশাসক দেবেন।
