ব্রেকিং নিউজ রাজ্য

নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট

নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ মানিকের জামিন খারিজ করে। হাইকোর্টে তাঁর জামিন মামলার শুনানির সময় বিচারপতি বলেন, তদন্তের যদি অগ্রগতি না হয় তাহলে কাউকে জীবনভর জেলে রাখা যায় না। এরপরই মানিকের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি।

জানা গিয়েছে, এই তদন্ত শেষ করার জন্য ডিসেম্বরের মধ্যে সময় বেঁধে দিয়েছে আদালত। বিচারাধীন অবস্থায় জামিন মঞ্জুর হলে তার প্রভাব তদন্তের ওপর পড়তে পারে বলেই মনে করছে আদালত। কার্যত সেই কারণেই এদিন মানিক ভট্টাচার্যের জামিনের আর্জি খারিজ করা হয়েছে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের অক্টোবর মাসে প্রাথমিক শিক্ষা পরিষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিলেন ইডি। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর অবশেষে জামিনের আরজি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক।