রাজ্য লিড নিউজ

৫ লাখ OBC শংসাপত্র বাতিলের নির্দেশ হাইকোর্টের

২০১০ সালের পর তৈরি হওয়া সকল ওবিসি শংসাপত্রকে বাতিল করে দিল আদালত। চাকরি বা অন্য কোন কাজে সেই শংসাপত্র আর বৈধ বলে গণ্য হবে না। আদালতের এই রায়ের ফলে বাতিল হয়েছে ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে যারা সেই শংসাপত্রকে কাজে লাগিয়ে চাকরি করছেন সেক্ষেত্রে আদালতের আজকের রায়ের ফলে চাকরি যাওয়ার কোন আশঙ্কা থাকবে না বলেই জানিয়েছে হাইকোর্ট।

এদিকে এই রায়ের প্রেক্ষিপ্তে খড়দহের নির্বাচনী জনসভা থেকে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের রায়ের তীব্র সমালোচনা করে তিনি স্পষ্ট জানালেন, “আদালতের রায় মানি না। ওবিসি ‘সংরক্ষণ যেমন চলছে, তেমনই চলবে। যে রায় আদালত দিয়েছে সেই রায় আমরা মানি না। এটা বিজেপির রায়। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। ওবিসি সংরক্ষণ অব্যাহত থাকবে।”