লোকসভা নির্বাচনের আগে বড়সড় চমক। আচমকাই বিচারপতি পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রবিবার সংবাদমাধ্যমকে তিনি জানান, মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন। তিনি বিচার বিভাগীয় ব্যবস্থা থেকে অবসর নিয়ে রাজনীতির ময়দানে নামছেন বলেও জানিয়েছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর গ্রহণের সিদ্ধান্তে তোলপাড় রাজ্য রাজনীতিতে। তাঁর এই সিদ্ধান্তের পরই খোঁচা দিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি।
রবিবার একটি বাংলা সংবাদমাধ্যমে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “আমি খুব শীঘ্রই রিজাইন করতে চলেছি বিচারপতির পদ থেকে। আর আমি সেটা করব মঙ্গলবার। ইস্তফাই আমি দিতে চাই।” একইসাথে ইস্তফার পরে তিনি কী করবেন, সেটাও মোটামুটি জানিয়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, “রাজনৈতিক ময়দানেই যাব।” তবে কোন রাজনৈতিক দলে যোগ দেবেন, তা জানাননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই দলটা যে তৃণমূল কংগ্রেস নয়, তা স্পষ্ট করে দিয়েছেন।
তিনি জানিয়েছেন যে কংগ্রেস, বিজেপি, বাম বা অনেক ছোট-ছোট দল আছে, সেইসব দলে যোগদান করলেও করতে পারেন। সেই তালিকায় তৃণমূলের নাম ছিল না। বরং বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “ইতিহাসে আমরা মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি। এখন চোখের সামনে আমরা চৌর্য সাম্রাজ্যকে দেখছি।”
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফা প্রসঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, “একজন বিচারপতি কর্মরত অবস্থায় পদত্যাগ করতে পারেন। সংবিধান তাঁকে সেই অধিকার দিয়েছে। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার কিছু বলার নেই।”