আজ, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে অনিয়ম হয়েছে কিনা তা দেখার জন্য সিবিআই অনুসন্ধান খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে খারিজ করে এমনই রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
তদন্ত চলাকালীন চাকরিতে যোগদান বন্ধ রেখেছিল সিঙ্গেল বেঞ্চ। আজ, সোমবার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল তারা ২ মাস কাজ করতে পারবে এবং তাদের বেতন বন্ধ করা যাবে না। তদন্ত কমিটির রিপোর্ট এর পরই তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আদালত।
এদিন, বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ জানায়, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বেতন বন্ধ করা ঠিক হয়নি। ওই চাকরিরত গ্রুপ ডি কর্মীদের ওপর অবিচার হয়েছে বলে মন্তব্য করে ডিভিশন বেঞ্চ ।
তবে সিবিআই অনুসন্ধান স্থগিত থাকলেও নিয়োগ মামলায় দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে। হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে। দু মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।