নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার তথা সিইও-র সম্পত্তির হিসাব জানাতে হবে আদালতকে। ২১ সেপ্টেম্বরের মধ্যে এ ব্যাপারে ইডিকে রিপোর্ট পেশ করতে হবে আদালতে।
ইডি সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় অভিষেক নিজেও জানিয়েছেন, তিনিই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও। বুধবার জেরা করার সময়ে অভিষেকের সম্পত্তির হিসাব চাওয়া হয়। তা ছাড়া এর আগে একটি মামলার তদন্তের সময়ে সিবিআইও সম্পত্তির হিসাব চেয়েছিল।
বুধবার ইডি অফিস থেকে বেরোনোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। এমনকি তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, নিয়োগ দুর্নীতির ১০ পয়সাও লিপস অ্যান্ড বাউন্ডসে ঢুকে থাকলে তা প্রমাণ করে দেখাক ইডি।