গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল বিপর্যয়ের ঘটনায় এবার কলকাতা পুরসভাকে কড়া নির্দেশ হাইকোর্টের। সূত্রের খবর, বেআইনি নির্মাণে যারা মদত দিয়েছেন তাদের বিরুদ্ধে সাসপেনশনের নোটিস জারি করে তদন্ত শুরু করতে হবে বলে পুরসভাকে নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
বিচারপতি এদিন বলেন, এতগুলো মানুষের মৃত্যুর দায় কার সে কথা মাথায় রেখে শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে কলকাতা পুরসভাকে। বেআইনি নির্মাণের বাড়ির মালিক বা প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু, যারা অফিসে বসে পিছন থেকে এই বেআইনি নির্মাণে মদত দিয়েছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে হবে পুরসভাকে।
একইসঙ্গে এদিন বিচারপতি ক্ষোভ উগরে বলেন, পুরসভার আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হয়নি? অবিলম্বে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।