রাজ্য লিড নিউজ

সাগর দত্ত হাসপাতালের সাসপেন্ডেড ১১ ডাক্তারকে ফের কলেজে প্রবেশের অনুমতি হাইকোর্টের

সাগর দত্ত মেডিক্যাল কলেজের সাসপেন্ড হওয়া ১১ জন চিকিৎসককে ফের কলেজে প্রবেশের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ক্লাস করারও অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

এদিন বিচারপতি সেনগুপ্ত জানান, ১১ জন চিকিৎসককে কলেজে মুচলেকা দিয়ে জানাতে হবে যে তাঁরা ভবিষ্যতে কোনওরকম বিশৃঙ্খল আচরণ করবেন না, তারপর তাদেরকে ঢুকতে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সাগর দত্ত মেডিক্যাল কলেজে রেসিডেন্ট ডাক্তারদের বৈঠকের সময় কলেজের প্রিন্সিপালের ঘরে জোর করে ঢোকার চেষ্টা করা, গুণ্ডামি, ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর কামারহাটি থানায় ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কলেজের অধ্যক্ষ মনোজিৎ মুখোপাধ্যায়। অন্যদিকে ঘটনায় যে ১১ জন পড়ুয়াকে ওই মেডিক্যাল কলেজ থেকে সাসপেন্ড করা হয় তারাও আদালতে মামলা দায়ের করে। সেই মামলার শুনানিতে এই রায় দেন বিচারপতি।