ব্রেকিং নিউজ রাজ্য

পূর্ব প্রস্তাবিত রুটেই যৌথ মঞ্চের মহা মিছিলের অনুমতি দিল হাইকোর্ট

বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ-র দাবিতে কলকাতার রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে যৌথ মঞ্চ। সেই আন্দোলনকে আরও জোরদার করতে আগামী ৬ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেই মহামিছিলের ডাক দিয়েছিল তারা। কিন্তু সেই মিছিলের অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হন আন্দোলনকারীরা। রাজ্যের রুট বদলের আবেদনে সাড়া দেননি আন্দোলনকারীরা। বিচারপতি রাজাশেখর মান্থা বৃহস্পতিবার, মিছিল নিয়ে রাজ্যের আপত্তিতে প্রশ্ন তোলেন। আন্দোলনকারীদের পূর্ব প্রস্তাবিত রুটেই মিছিলের অনুমতি দিল হাইকোর্ট।

জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশ মেনে ফেরিঘাট থেকে বঙ্কিমসেতু, এমজি রোড, হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করবে সংগ্রামী যৌথ মঞ্চ।

প্রসঙ্গত, ডিএ মেটানোর দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন করছেন সরকারি কর্মচারীদের একাংশ। এই নিয়ে মামলাও চলছে সুপ্রিম কোর্টে। সেই মামলার ভবিষ্যত এখনও দেশের শীর্ষ আদালতে ঝুলে থাকলেও তারমধ্যেই হাইকোর্ট, ডিএ আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারকে বৈঠকে বসার নির্দেশ দেয়।

সেই নির্দেশ মতো গত ২১ এপ্রিল নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন যৌথ মঞ্চের প্রতিনিধিরা। কিন্তু সেই বৈঠক যে ফলশ্রুত হয়নি তা বৈঠক শেষে প্রতিনিধিদের কথা থেকেই স্পষ্ট। যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ‘বৈঠকের নিট ফল শূন্য। রাজ্য সরকার বকেয়া মহার্ঘভাতা মেটানোর ব্যাপারে কোনও আশ্বাস দিতে পারেনি।’ সেইসঙ্গে আগামী ৬ মে মহামিছিলের কর্মসূচির কথাও জানান তিনি।