আগামী মরশুমের মেগা নিলামের আগে রিটেনশনের তালিকা প্রকাশ করেছে আইপিএলের আটটি ফ্র্যাঞ্চাইজি।
কলকাতা নাইট রাইডার্স: আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (৮ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), সুনীল নারিন (৬ কোটি)
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রীত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি), কাইরন পোলার্ড (৬ কোটি)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : বিরাট কোহলি(১৫ কোটি), ম্যাক্সওয়েল (১১ কোটি), মহম্মদ সিরাজ (৭ কোটি)
চেন্নাই সুপার কিংস : রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মইন আলি (৮ কোটি), ঋতুরাজ গায়কোয়াড় (৬ কোটি)
সানরাইজার্স হায়দরাবাদ : কেন উইলিয়ামসন (১৪ কোটি), আবদুল সামাদ (৪ কোটি), উমরান মালিক (৪ কোটি)
দিল্লি ক্যাপিটালস : ঋষভ পন্থ (১৬ কোটি), অক্ষর প্যাটেল (১২ কোটি), পৃথ্বীশ’ (৭.৫০ কোটি), আন্দ্রে নরখিয়া (৬.৫০ কোটি)
রাজস্থান রয়্যালস : সঞ্জু স্যামসন (১৪ কোটি), জস বাটলার (১০ কোটি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি)
পাঞ্জাব কিংস : ময়ঙ্ক আগরওয়াল (১২ কোটি), অর্শদীপ সিং (৪ কোটি)
পুরনো আটটি দলের রিটেন তালিকা দেওয়া হলেই নিজেদের পছন্দমতো ২ জন করে ক্রিকেটারকে নিলামের বাইরে থেকে কিনে নিতে পারবে নতুন দু’টি দল।