দেশ লিড নিউজ

জমি কেলেঙ্কারি মামলায় আজ ইডির মুখোমুখি হেমন্ত সোরেন

জমি কেলেঙ্কারি মামলায় বুধবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জানা গিয়েছে, এদিন আর্থিক তছরুপের মামলায় তাঁর বয়ান রেকর্ড করবে কেন্দ্রীয় এজেন্সি।

সোমবার নিখোঁজ থাকার পর রাঁচির বাড়িতে ফিরেই দলের মন্ত্রী, বিধায়ক ও দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। পরবর্তীতে জানান, তিনি ইডি-র মুখোমুখি হতে প্রস্তুতি। ইডি তাঁকে গ্রেফতার করলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন তাঁর স্ত্রী কল্পনা সোরেন, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।

সেক্ষেত্রে আগামী ছয় মাসের মধ্যে জিতে আসতে হবে কল্পনাকে। যদিও রয়েছে বড়সড় আইনি জটিলতা।

উল্লেখ্য, জমি কেলেঙ্কারি মামলায় গত ২০ জানুয়ারি রাঁচির বাড়িতে হেমন্ত সোরেনের বয়ান রেকর্ড করেছিল ইডি। কিন্তু সেই বয়ানে কেন্দ্রীয় সংস্থা সন্তুষ্ট নয় বলে জানা গিয়েছে। এরপর ২৭ জানুয়ারি ফের জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছিল। তারই মধ্যে সোমবার সাতসকালে হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে হানা দেয় ইডি। এর আগে ইডি হেমন্ত সোরেনকে মোট নয়বার সমন পাঠিয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। সোমবার ইডির আধিকারিকরা সরাসরি তাঁর বাড়িতেই হানা দেন। জমি কেলেঙ্কারি মামলায় এখনও পর্যন্ত একজন আইএএস অফিসার-সহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ইডি।