সকাল থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত নারীরা তাদের সংসারে নিরলস কাজ করে যায়।
সত্যি বলতে, আমাদের সমাজে নারীদের কাজের তেমন কোনো মূল্যায়নই করা হয় না। অথচ গবেষণায় দেখা গেছে, নারীরা ঘরের সেবামূলক কাজে প্রতিদিন আট ঘণ্টা সময় ব্যয় করলেও, পুরুষ করে মাত্র এক ঘণ্টা ২০ মিনিট। যা খুবই সামান্য।
আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিনটি অর্জন করতে নারীদের অনেক ত্যাগ শিকার করতে হয়েছে। তাইতো আমাদের সবারই উচিত নারীদের সন্মান করা, তাদের কাজের মুল্যায়ন করা। পুরুষরা যেমন বাইরে কাজ করে, ঠিক তেমনি নারীরাও ঘরের কাজ করে। বাইরের কাজ সেরে ঘরে ফিরে পুরুষরা বিশ্রাম নিলেও নারীদের সেই সুযোগ থাকে না। তাই প্রত্যেকটি পুরুষেরই উচিত তাদের ঘরের নারী সদস্যদের কাজে কিছুটা হলেও সহায়তা করা।
খুব সামান্য কিছু করেও আপনি আপনার ঘরের নারী সদস্যদের কাজে সহায়তা করতে পারেন। এতে তাদের প্রতি আপনার সম্মান দেখানোও হবে, আবার তারা আপনার প্রতিও সন্তুষ্টও থাকবে। এর ফলে ঘরে সুখ-শান্তিও বজায় থাকবে। চলুন তবে জেনে নেয়া যাক ঘরের কাজে নারীদের পাশে কীভাবে থাকবেন-
১। ঘুম থেকে উঠে নিজের বিছানা নিজেই গুছিয়ে ফেলুন।
২। নিজেই অফিসে যাওয়ার জন্য পোশাকগুলো আয়রন করে নিন।
৩। আপনার সন্তানকে স্কুলে পৌঁছে দেয়ার চেষ্টা করুন।
৪। রান্নায় সহায়তা করার পাশাপাশি খাবারের টেবিল সাজাতে সহায়তা করুন।
৫। যেদিন ঘরে কাজের লোকটি আসবে না, সেদিন নিজের পোশাক নিজেই ধুয়ে ফেলুন।
৬। বাজার থেকে প্রয়োজনীয় কিছু আনার দরকার হলে, সেগুলো নিজ দায়িত্বে এনে দিন।
৭। প্রয়োজনীয় বিল যেমন- কারেন্ট বিল, গ্যাস বিল ইত্যাদি নিজে গিয়েই পরিশোধ করুন।
৮। ঘরে ছোট বাচ্চা থাকলে তাকে পরিচর্যায় সহায়তা করুন।
৯। ঘরের কেউ অসুস্থ হলে তাকে সেবা করুন, চিকিৎসকের কাছে নিয়ে যান।
এছাড়াও আরো নানাভাবে আপনি আপনার ঘরের নারী সদস্যদের সহায়তা করতে পারেন। যখন যেভাবে সম্ভব তাদের পাশে থাকুন। তাদের সন্মান করুন। এতে আপনার সন্মানও বাড়বে।