ইচ্ছা থাকলে উপায় হয়, সেটাই আবার প্রমান করলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের সিঙ্গি গ্ৰামের বাসিন্দা শান্তনু বাস(ছোটন)।
কর্মসূত্রে পুণাতে থাকেন শান্তনু বাবু। করোনা পরিস্থিতিতে লকডাউন ঘোষণা হওয়ায় পাারেননি নিজের গ্ৰামে ফিরতে। বাধ্য হয়ে এলাকার বন্ধুদের সাহায্যে ১৫টি অসহায় দুঃস্থ পরিবারে হাতে খাদ্য সামগ্রী ও মাস্ক তুলে দেওয়ার ব্যবস্থা করলো। গ্রামের যুবকরা অসহায় দুঃস্থ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চাল,ডাল,আলু,সয়াবিন, সাবান ও মাস্ক পৌঁছে দিল। পথচলতি মানুষদের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। কয়দিন আগে ঘুর্নিঝড় ইয়াসের প্রভাবে সিঙ্গি গ্ৰামের কয়েকজনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেইসব বাড়িতেও ত্রিপল দেওয়া হল। এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা।