রাজ্য

মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে জেরবার ছাত্র ছাত্রীরা

মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে জেরবার হচ্ছে ছাত্র ছাত্রীরা। পরীক্ষার সময়  অনেক রাস্তা বন্ধ করে চলছে রাস্তা মেরামতির কাজ।

হাবড়ায় এমনই চিত্র দেখা যাচ্ছে  পরীক্ষার শুরুর দিন থেকে। সামনেই পুরসভা নির্বাচন তাই জোরকদমে চলছে রাস্তা সারাইয়ের কাজ। কাজ শুরু হচ্ছে সকাল থেকেই ফলে যাতায়াত বন্ধ করে রাখা হচ্ছে সেই সব রাস্তায়। হাবড়ায় নেতাজি রোড, দেশবন্ধু রোড, ক্ষুদিরাম বসু রোড, পোস্ট অফিস রোডের মত গুরুত্বপুর্ণ রাস্তা গুলোতে একই চিত্র। ক্ষোভ দেখা দিয়েছে অভিভাবক মহলে। অনেকেরই  প্রশ্ন যে এই সময়টা বাদ দিয়ে কি রাস্তা তৈরি করা যেত না? সরকার পরীক্ষার সময় যাতায়াত ব্যবস্থা নিয়ে যখন এত চিন্তিত তখন এই সময়  কিভাবে কাজ হচ্ছে তাতে বিস্মিত সকলেই।