রাজ্যজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। অর্থাৎ চলতি সপ্তাহে ভাসতে চলেছে গোটা রাজ্যই। আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলায় ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি সরে ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে। দক্ষিণবঙ্গের ছ’জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে কোনও জেলাতেই একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন হেরফের হবে না বললেই চলে। একই সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকতে পারে।
পূর্বাভাস বলছে, আজ মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু’এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে, গুমোট আবহাওয়া জেরে ভোগান্তি বাড়াবে তাপমাত্রা জনিত অস্বস্তিও। আগামী পাঁচদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দুর্যোগের পূর্বাভাস।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের ছয় জেলায়। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে।
এদিকে, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরের নিচের দিকের জেলা মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।