আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

সপ্তাহভর এই সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। জুলাইয়ের শুরু থেকেই দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সারাদিন আকাশের মুখ ভার। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির দাপট। কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। উপকূল সংলগ্ন এলাকায় বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।

সোমবার কলকাতার আকাশ ছিল মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। সেক্ষেত্রে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টি। সোমবার অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পয়ে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে। মঙ্গলবার দার্জিলিং থেকে মালদা উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।