প্রবল তুষারপাত সিকিমে। সিকিমের বিস্তৃর্ণ এলাকায় তুষারপাতের জেরে আটকে পড়েছেন হাজারেরও বেশি পর্যটক। ইতিমধ্যে ৮০০ পর্যটককে উদ্ধার করলেও কিছু পর্যটক এখনও আটকে রয়েছে। তাদের দ্রুত উদ্ধারের কাজে নেমেছে ভারতীয় সেনা।
ভারতীয় সেনার ত্রিশক্তি কোর বাহিনীর তরফে পর্যটকদের উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় সেনা ছাউনিতে। এই বিপর্যয়ের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন কিছু পর্যটক। তাঁদের প্রাথমিক চিকিৎসাও করা হয়েছে। বেজিংয়ের তাপমাত্রা মাইনাস ১১ ডিগ্রিতে নেমে গিয়েছে বলে জানা গিয়েছে।
লাচুংয়েও ব্যাপক তুষারপাত হয়েছে। সেখানেও ৩০ জন পর্যটক আটকে পড়েছেন। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন সিকিমে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত বেশি হলে সিকিমের বহু পর্যটন কেন্দ্র যেমন ছাঙ্গু, নাথুলা সহ বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে পারে প্রশাসন।
অন্যদিকে, প্রবল তুষারপাতের জেরেই দুটি সাবওয়ে ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। বেজিংয়ে দুই ট্রেনের ধাক্কার জেরে প্রায় শতাধিক জন আহত হয়েছেন। এর মধ্যে এখনও পর্যন্ত ৫১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, সাবওয়ে ট্রেনটি বেজিংয়ের পশ্চিমাংশে পার্বত্য এলাকা দিয়ে যাচ্ছিল। ঠিক সেসময়ই ঘটে যায় বিপত্তি। দ্রুতগতিতে চলা সাবওয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপরই পিছন থেকে আসা ট্রেনটি ধাক্কা মারে।