After the North,the monsoon has become active in South Bengal.Due to this,heavy rain has started in several places of South Bengal from early morning on Thursday.
রাজ্য

লকডাউনে ভারী বৃষ্টিতে মাতল কলকাতা

সোমবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর দক্ষিণবঙ্গে বেশ কিছুটা সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। তার জেরেই বৃহস্পতিবার ভোরে ফের এক দফা ভারী বৃষ্টি হল কলকাতা–সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। লকডাউনে বৃষ্টির আমেজ চেটেপুটে খাচ্ছে মহানগরী। তবে কলকাতার পাশাপাশি বৃহস্পতিবার প্রবল বৃষ্টি হয়েছে ব্যারাকপুর (৬৫ মিমি) আর বর্ধমানে (৫৫ মিমি)। এমনকী দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া আর পশ্চিম বর্ধমানেও জোর বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৫৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এখনও পর্যন্ত এই জুলাই মাসে এটাই কলকাতায় দৈনিক সর্বাধিক বৃষ্টি। জুন মাসে স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি বৃষ্টি হয়েছে কলকাতায়। তুলনায় জুলাই মাসে কিছুটা কম হচ্ছে। যদিও ২০১৯ সালের তুলনায় এবারের বৃষ্টির পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এখন উত্তরবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৌসুমি অক্ষরেখা। আর উত্তরপূর্ব ভারতের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে একদিকে যেমন উত্তরবঙ্গে বর্ষা সক্রিয়, তেমনই ঘূর্ণাবর্তটির টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডল দিকে এগিয়ে যাওয়ায় দক্ষিণবঙ্গেও সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। শুক্রবার থেকে বৃষ্টির দাপট বেশ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। ফলে অস্বস্তিকর গরম ফিরে আসারও একটা আশঙ্কা রয়েছে।