পরিবেশ

টানা তিনদিন দক্ষিণবঙ্গে ভারী বর্ষণ

সকাল থেকেই কালো মেঘে বৃষ্টির দিন শুরু রাজ্যের। বাংলায় ঝোড়ো ইনিংস শুরু বর্ষারও। মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সারাদিনই মেঘ বৃষ্টিতে কাটবে৷ ইতিমধ্যেই রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়ে গিয়েছে বাঁকুড়া শহরে। আগামী ২–৩ দিন এমনই ভারী চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। ফলে পশ্চিমের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির সম্ভাবনা রয়েছে।
দফায় দফায় বৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। আজ কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সারাদিনই মুখ ভার থাকবে আকাশের। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বাঁকুড়ায় ১৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যেই। এত অল্প সময়ের মধ্যে এই বিপুল পরিমাণে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বাঁকুড়া শহরের বিস্তীর্ণ অঞ্চল। জলস্তর বাড়ছে গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বর নদীতে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান হয়েছে৷ বাঁকুড়ায় সব থেকে বেশি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। ক্যানিং এবং কাঁথিতে যথাক্রমে ৯১ এবং ৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলেও গড়ে ৪০ থেকে ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এই প্রবল বৃষ্টির পেছনে নিম্নচাপের সামান্য একটু অবদান থাকলেও বৃষ্টিটা সম্পূর্ণ রূপে বর্ষার স্বাভাবিক বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থান করছে। সে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিজের দিকে টেনে নিচ্ছে। দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডল দিয়েই এই জলীয় বাষ্প যাচ্ছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

ওই নিম্নচাপটির কারণেই শক্তিশালী হয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা। ওই অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের উপর দিয়েই বিস্তৃত হচ্ছে। সে কারণে এই পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী তিন দিনের মধ্যে বেশ কয়েক দফায় আরও ভারী বৃষ্টি হতে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। এমন কি অল্প কিছু জায়গায় বাঁকুড়ার মতো অতি ভারী বৃষ্টিও হতে পারে। এই বৃষ্টির দাপটে কলকাতার কিছু অংশে জলমগ্ন হয়ে পড়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।