আগামী ১–৩ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস ৬ জেলায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বর্তমানে ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে বদলে গিয়েছে। ওড়িশার উত্তর উপকূল ছাড়িয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ডে অবস্থান তার। বৃহস্পতিবার কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দিনভর আকাশ মেঘলা থাকবে। বজায় থাকবে মাঝারি বৃষ্টির দাপটও।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টায় দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও দুই মেদিনীপুরেও। সকাল থেকেই অবশ্য গাঙ্গেয় পশ্চিমাঞ্চলের জেলাগুলির আকাশ মেঘলা। মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। ভরা কোটালের কারণে কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। তবে দুর্যোগে বিশেষ কোনও ক্ষতি হয়নি তিলোত্তমা। ঘূর্ণিঝড়ের দাপট কেটে গিয়েছে ঠিকই কিন্তু কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃহস্পতিবার দিনভর মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সবই ইয়াসের প্রভাবেই। কারণ ইয়াস ক্রমশ শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। মৌসম ভবনের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, অতি প্রবল ঘূর্ণিঝড় এখন উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করছে। অভিমুখ ঝাড়খণ্ডের দিকে।পরবর্তী ৬ ঘণ্টায় শক্তি হারিয়ে ইয়াস পরিণত হবে নিম্নচাপে। তার প্রভাবেই ঝাড়খণ্ড ও বিহার লাগোয়া এ রাজ্যের জেলাগুলোতে ভারী বৃষ্টি হচ্ছে।