আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

প্রবল বৃষ্টি শহর কলকাতায়। পাশাপাশি একাধিক জেলাতেও শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরেই আবহাওয়া বদল। সেকারণে সোমবার থেকে রাজ্যে ভারী বৃষ্টি চলবে।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বৃষ্টি হলেও বাড়বে তাপমাত্রা। কিন্তু সাময়িক রেহাই পাওয়া যাবে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। অন্যদিকে সোমবার থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মঙ্গলবার থেকে যা পরিণত হবে নিম্নচাপে। তার জেরেই রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা।

পূর্বাভাস বলছে, রবিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। তবে, গুমোট আবহাওয়ার জেরে ভোগান্তি বাড়াবে তাপমাত্রা জনিত অস্বস্তিও। রবিবার থেকেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় সোমবার থেকে তাপমাত্রা সামান্য বাড়বে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।