ব্রেকিং নিউজ রাজ্য

কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও। শনিবার থেকে মুষলধারে বৃষ্টি হবে বলেই জানা গিয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আপাতত কিছুটা কমেছে তাপমাত্রার পারদ।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল থেকেই তিলোত্তমার আকাশ মেঘলা। যার জেরে সকাল থেকেই তাপমাত্রার পারদও নিম্নমুখী। দুপুর গড়াতেই কলকাতা ও আশপাশের অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস বলছে,দক্ষিণবঙ্গের হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শনিবার বিকেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণের জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর,বাঁকুড়া, ঝাড়গ্রাম,পুরুলিয়া,পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহ চলবে।