আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। ভ্যাপসা গরম থেকে অনেকটাই রেহাই পেয়েছে রাজ্যবাসী।

রবিবার সকাল থেকেই ভারী বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা। চলতি সপ্তাহ থেকেই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটবে।

গত কয়েকদিন ধরেই গরমে রীতিমতো হাফিয়ে উঠছে সাধারণ মানুষ। বুধবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের ৪৩ ডিগ্রির ঘরে পৌঁছাবে। এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গে চলবে বৃষ্টিপাত।