শ্রাবণের বারিধারায় তুমুল বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে প্রবল বৃষ্টিপাত সপ্তাহ শেষে দেখা যেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুর্যোগ চলবে রবিবার পর্যন্ত। উত্তরের বিভিন্ন জেলায় জারি হয়েছে সতর্কতা। উত্তরবঙ্গের একাধিক জায়গায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি এলাকায়।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। মৌসুমি অক্ষরেখা অতি সক্রিয় হওয়ায় এই দুর্যোগ চলবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্যের উত্তর দিকে মৌসুমি অক্ষরেখা সরে যাচ্ছে।
আগামী দু’দিন প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরপ্রান্তের একাধিক জায়গায়। যার জেরে বহু এলাকাতেই জলস্তর বাড়তে পারে নদীগুলির। বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। সিকিম–সহ উত্তর–পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টির প্রভাব ভালই থাকবে। যেহেতু মৌসুমি অক্ষরেখা সক্রিয়, তাই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতেই থাকবে। রবিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ।
কলকাতা–সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯২ শতাংশ। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদে। কলকাতা–সহ বাকি জেলায় আর্দ্রতার ফলে অস্বস্তি বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে দু–এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে।