ব্রেকিং নিউজ রাজ্য

রাতভর বৃষ্টিতে ভাসল শহর–জেলা

আশ্বিনেও দাপট দেখাল বৃষ্টি। রাতভর প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জলযন্ত্রণার পরিস্থিতি জটিল হয়ে উঠছে৷ তুমুল বৃষ্টির জেরে জল জমেছে শহর ও শহরতলিতে৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে এর অবস্থান। ফলে বাড়ছে বৃষ্টির দাপট৷ রাতভর কলকাতায় তুমুল বৃষ্টি। ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।

গভীর নিম্নচাপ পরিণত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে৷ ফলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। রাতভর বৃষ্টি হওয়ায় শহরের বেশ কিছু অংশে জল জমে গিয়েছে৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি। উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়াতে। রাতভর বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণ জলমগ্ন। শহরতলিতেও জলমগ্ন ছবি।

বৃষ্টিতে উত্তর ও মধ্য কলকাতার বহু জায়গায় জল জমেছে। যদিও আজও সারাদিন মেঘলা থাকবে আকাশ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা সক্রিয় হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। একইসঙ্গে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে। ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। যার জেরে বৃষ্টি হবে৷ নিম্নচাপের পিছনেই আরও একটি নিম্নচাপের আশঙ্কা ছিল। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, শুক্রবারে বাংলা লাগোয়া বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। সেটিও নিম্নচাপে ঘনীভূত হবে, আর তার জেরেই বৃষ্টি।

আজ সারাদিন বৃষ্টি হবে বলেই পূর্বাভাস। সপ্তাহের শুরুতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ, ন্যূনতম ৭১ শতাংশ৷ গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১১৭.২ মিলিমিটার। আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীরপুরে। আর এতেই ঘুম উড়েছে উপকূলবাসীর। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ও পটাশপুর এলাকার বিস্তীর্ণ অঞ্চলে নদী বাঁধ ভেঙে বিপাকে পড়েছে প্রায় কুড়ি হাজার পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সত্তর হাজার পরিবার।