শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। বীরভূম, মুর্শিদাবাদ–সহ পশ্চিমের জেলাগুলিতে দু–এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন বেশ কয়েক দফায় কলকাতা–সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা থাকায় গুমোট গরম অনুভূত হচ্ছে। আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। উত্তরপূর্ব ভারত আর মধ্য ভারতে অবস্থানরত দু’টি ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। তাই সক্রিয় হয়েছে বর্ষা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। ওড়িশার ওপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও রাজস্থান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে শনিবার ও রবিবার পশ্চিমের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি বন্ধ হয়ে যায়। তার বদলে দাপট দেখায় রোদ। বেড়েছে পারদ। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আর্দ্রতা। তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। তবে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। যাকে বলা হয় ‘মনসুন ব্রেক।’ টানা বেশ কয়েক দিন বৃষ্টি চলার পর একটা সময় আসে, যখন বেশ কয়েক দিনের জন্য বন্ধ হয়ে যায় বৃষ্টিপাত।
মৌসম ভবন সূত্রে খবর, এই মুহূর্তে দেশের ৩৬টি সব ডিভিশনের মধ্যে ৩১টিতেই বৃষ্টি স্বাভাবিক বা উদ্বৃত্ত। দেশে বৃষ্টি হয়েছে ২২% বেশি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৯% বেশি, ৩৫% বেশি উত্তরবঙ্গে। গত ক’দিন ধরেই প্রবল বৃষ্টি চলছে উত্তরের জেলাগুলিতে। আগামী ৪৮ ঘণ্টাতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। শনিবার আর রবিবার দু’দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে। বীরভূম আর মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।