রাজ্য লিড নিউজ

ভারী বৃষ্টি কোন কোন জেলায়? দেখে নিন

পরিবর্তন হয়েছে আবহাওয়া। উধাও তীব্র দাবদাহ! কলকাতার তাপমাত্রাও খুব বেশি বাড়েনি, তবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ফের বদলে যেতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া। ফের তাপমাত্রার পারদ চড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কিন্তু, তারপর থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা ছিল কলকাতা ও শহরতলির আকাশ। আশেপাশের জেলাগুলিতেও একইরকম ছিল আবহাওয়া। তবে হাঁসফাঁস গরম মালুম হয়নি। রাত এবং ভোরে কলকাতা এবং সংলগ্ন এলাকায় আরামদায়ক আবহাওয়া টের পেয়েছেন সকলে। অস্বস্তিকর পরিস্থিতি এই মুহূর্তে নেই।

কিন্তু, সপ্তাহান্তে ফের বাড়তে পারে তাপমাত্রা। আবারও অনুভূত হবে গরম, মালুম হবে বৈশাখের গরমের দাপট। আবার ২ থেকে ৪ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। গরম বাড়ার আগে আপাতত স্বস্তির এই আবহাওয়া চেটেপুটে উপভোগ করছেন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মানুষজন। এদিকে, মে মাসেই আবারও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। আগামী কয়েক দিনে একটি নিম্নচাপ দানা বাঁধতে চলেছে বঙ্গোপসাগরে।